সাত নবজাতককে হত্যা, ব্রিটিশ নার্স দোষী সাবস্ত্য

0

ব্রিটেনের এক সেবিকাকে সাত নবজাতককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার তাকে দোষী সাবস্ত্য করেছে আদালত। নিজেই এক নোটে ওই নার্স লিখেছিলেন, ‘আমি শয়তান।’

ওই নার্স উত্তরপূর্ব ইংল্যান্ডের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে কাজ করতেন। তিনি আরো ছয় শিশুকে হত্যার চেষ্টা করেছিলেন। 

দশ মাস বিচার কার্য চলার পর ম্যানচেস্টার কোর্ট তাকে দোষী সাবস্ত্য করে। জানা যায়, ইনসুলিন কিংবা বাতাস প্রয়োগ ছাড়াও জোর করে দুধ খাওয়ানোর মতো নানা উপায়ে ওইসব শিশুদের হত্যা করেন লাকি। 

তিনি নিজেই একটি নোটে লিখেছেন, ‘আমি তাদের হত্যা করি কারণ আমি তাদের যত্ন করার মতো ভালো কেউ নই।’ ‘আমি ভয়ংকর শয়তান একজন।’ ‘আমি শয়তান, আমি এটা করেছি।’

সূত্র: রয়টার্স

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here