ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজা বলেছেন, গত কয়েক দিনে আমেরিকার কয়েকটি এফ-৩৫ যুদ্ধবিমান পারস্য উপসাগরের আকাশে উড়েছে। এসব জঙ্গিবিমানের উড্ডয়ন মুহূর্ত থেকে শেষ পর্যন্ত সব তৎপরতা ইরানি সেনাবাহিনীর রাডারের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়েছে।
শুক্রবার ইরানের বার্তা সংস্থা ফার্স-কে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান তিনি। তিনি আরও বলেছেন, রাডার ফাকি দিকে সক্ষম মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমানের সব ধরণের তৎপরতা ইরানি রাডারগুলো দিয়ে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এসব রাডার ইরানের দক্ষিণাঞ্চলে স্থাপিত হয়েছে।
সূত্র : পার্সটুডে।