তুর্কি মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে গত সপ্তাহান্তে রাশিয়ার নৌবাহিনীর হামলার ঘটনার পর এ নিয়ে আরও উত্তেজনা এড়াতে মস্কোকে সতর্ক করলো তুরস্ক।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের দপ্তর এ কথা জানিয়েছে।
সুকরু ওকান নামে জাহাজটি পালউয়ের পতাকা উড়িয়ে চলার সময় গত রবিবার রাশিয়ার নৌবাহিনী এটি লক্ষ্য করে গুলি চালায়।
ইউক্রেনের কৃষি পণ্য রপ্তানির প্রধান রুট দেশটির ইজমেল বন্দর অভিমুখে যাওয়ার আগে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা জাহাজটি পরিদর্শন করার জন্য তাতে উঠেন।
গত মাসে ঐতিহাসিক ইউক্রেনীয় শস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর কৃষ্ণ সাগর অঞ্চলে ধারাবাহিক হামলা চলাকালে এ ঘটনা ঘটে।
তুরস্ক জাতিসংঘ সমর্থিত মস্কো ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত শস্য চুক্তির মধ্যস্থতা করতে সাহায্য করেছিল।
এদিকে রুশ হামলার বিষয়ে কিছু না বলায় এরদোয়ানের দপ্তর দেশের জনগণের সমালোচনার মুখে পড়ে।
কিন্তু এ নিয়ে এরদোয়ানের দপ্তরের বৃহস্পতিবারের মন্তব্য তার সমালোচকদের বিরুদ্ধে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : ডেইলি সাবাহ।