বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ কেন?

0

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে টাইগাররা। পরবর্তীতে ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসবে ৫ অক্টোবর থেকে।

টাইগারদের এমন ব্যস্ত সূচি নিয়ে চলছে নানা আলোচনা। অবশ্য বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছেন, প্রতিশ্রুতি ঠিক রাখতেই এই সিরিজের আয়োজন করা হচ্ছে।

অন্যদিকে, এক সপ্তাহের ‘বিশেষ’ ক্লাস শেষে গতকাল ঢাকা ছাড়ছেন মনোবিদ ফিল জন্সি। এরপর আর তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নে সুজন বলেন, ‘শুধু জাতীয় দল নয়, আমাদের অন্যান্য দল যেগুলো আইসিসি ও এসিসি টুর্নামেন্টে যায়। ওদের সঙ্গেও তার কাজ করার কথা আছে। এখানে শুধু ছেলেদের দলই না, উনি রেগুলার বেসিসেই আসবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here