আরও আগ্রাসী ক্রিকেট খেলতে চায় পাকিস্তান

0

সবশেষ দুই আইসিসি ইভেন্টে (২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) শেষ চারে জায়গা করে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। এশিয়া কাপেও বর্তমান রানারআপ তারা। তবে এবার আরও বেশি আগ্রাসী ক্রিকেট উপহার দিতে চায় পাকিস্তান।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের কথা মাথায় রেখে লাহোর এবং করাচিতে অনুশীলন ক্যাম্প করেছিল পাকিস্তান। সেই ক্যাম্পে খেলোয়াড়দের আগ্রাসী ক্রিকেটের অনুপ্রেরণা দিয়েছে দলের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। জানিয়েছেন, পাকিস্তান বিশ্ব ক্রিকেটের নেতা হতে চায়।

আসন্ন বিশ্বকাপ এবং এশিয়া কাপে এমন আগ্রাসী ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছে ম্যান ইন গ্রিন-রা। নিজেদের আসন্ন ম্যাচগুলোর প্রথম একাদশ কেমন হবে, তাও সাজিয়ে রেখেছেন ব্র্যাডবার্ন, ‘আমরা আমাদের প্রথম একাদশ নিয়ে পুরোপুরি নিশ্চিত আছি। আমরা যেভাবে খেলতে চাই, আমাদের ব্যাটিং পদ্ধতির নিয়েও পরিষ্কার। আমরা কীভাবে আক্রমণ করতে চাই, বিশেষ করে মধ্য ওভারে, সে সম্পর্কে আমরা খুব স্পষ্ট।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here