আবারও রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি ভবনে আঘাত হানে। এর ফলে শহরের বিশাল এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
অন্যদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ওই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারে পড়েছে বলে দাবি করেন তিনি।
ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিমি (৩১০ মাইল) দূরে অবস্থিত রাশিয়ার রাজধানী মস্কো এবং এর আশপাশের শহরতলি চলতি বছর বেশ কয়েক দফায় ড্রোন হামলা শিকার হয়েছে। যদিও যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও আশপাশের এলাকা খুব কমই ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ান শহরগুলোসহ ক্রেমলিনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং শুক্রবারের এই হামলাটি সেটিরই সর্বশেষ উদাহরণ। রাশিয়া এই ধরনের হামলার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করে আসছে।
ইউক্রেনের পক্ষ থেকে সর্বশেষ এই ড্রোন হামলার অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি, আল-জাজিরা