নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্রলীগ বাংলাদেশের একমাত্র ভ্যানগার্ড, যে-কোন আন্দোলনে সংগ্রামে ছাত্রলীগ তাদের জীবন বাজি রেখে দেশমাতৃকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের যে কোন আন্দোলন ও সংগ্রামে ছাত্রলীগ সব সময় রাজপথে ছিল। কাজেই বর্তমানেও যে কোন অপপ্রচার, মিথ্যাচারকারীদের বিরুদ্ধে প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জয়বাংলা চত্বরের পাদদেশে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে ২০০৫ সালে ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নিশাদ, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইশান। প্রতিবাদ সমাবেশ শেষে জয়বাংলা চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।