কিউইদের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

0

বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল, নিশ্চিত হয়েছিল আগেই। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের সূচি। আগামী ১৭ সেপ্টেম্বর সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দিবা-রাত্রি ম্যাচগুলো মাঠে গড়াবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।

টেস্ট সিরিজ খেলতে ২১ নভেম্বর ফের বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ২৮ নভেম্বর ও দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর শুরু হবে। এই দুই টেস্টের ভেন্যু অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here