যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আনাতলী অ্যান্টোনভ তৃতীয় দেশ থেকে রাশিয়ার নাগরিকদের আটক করা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কারাগারে আটক বন্দীদের মুক্ত করার বিষয়টি মস্কোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বুধবার সামাজিক মাধ্যম টেলিগ্রাম পোস্টে অ্যান্টোনভ একথা বলেন। রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, তৃতীয় দেশ থেকে রুশ নাগরিকদের আটক করার ব্যাপারে ওয়াশিংটন যে নীতি অনুসরণ করে আসছে রাশিয়া সবসময় তার বিরোধিতা করেছে।
অ্যান্টোনভ বলেন, রাশিয়ার কারাগারে বন্দি রুশ নাগরিকদের মুক্ত করা মস্কোর কাছে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। আমরা আটক এ সমস্ত ব্যক্তিকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেয়ার জন্য লড়াই করব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটাবো। সূত্র : পার্সটুডে।