ব্রাহ্মণবাড়িয়ায় এসিড নিক্ষেপের ঘটনায় ৩ জনের ৮ বছর করে কারাদণ্ড

0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় ৩ জনকে ৮ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। এছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, মৃত এনাম খানের ছেলে উজ্জল খান, হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ মিয়া। এরমধ্যে সোহাগ ও উজ্জল পলাতক রয়েছে। 

আদালত বিচার প্রক্রিয়ার পর তিনজনকে ৮ বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মামলার বাদী সুমা বেগম বলেন, ‘এসিড নিক্ষেপের মতো ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।’ 

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার পর আদালত তাদের দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছে, তাতে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here