অবশেষে অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন অলরাউন্ডার বেন স্টোকস। গত বছর ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এই বছরের বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফিরলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের এক দিনের দলে ফিরেছেন স্টোকস।
২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন স্টোকস। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
১০৫টি আন্তর্জাতিক এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে স্টোকসের। ঝুলেতে রয়েছে ২৯২৪ রান। তিনটি শতরান করেছেন। ৭৪টি উইকেটও নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলে, ডেভিড উইলি, মার্ক উড এবং ক্রিস ওকস।