ক্ষমতা নিয়েই পেট্রোলের দাম বাড়ালেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, অস্থিরতার আশঙ্কা

0

পাকিস্তানে ক্ষমতা নিয়েই অতিপ্রয়োজনীয় জ্বালানি পেট্রোলের দাম বাড়ালেন দেশটির নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। দায়িত্ব নেওয়ার পরের দিনই তিনি এ সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। এরপরই দামবৃদ্ধির ঘোষণা দেয় দেশটির অর্থ মন্ত্রণালয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, এখন পাকিস্তানিদের প্রতি লিটার পেট্রোল কিনতে হবে ২৯০ দশমিক ৪৫ রুপিতে। আগের দাম থেকে পেট্রোলের দাম বেড়েছে ১৭ দশমিক ৫০ রুপি। অপরদিকে হাইস্পিড ডিজেল প্রতি লিটার ২০ রুপিরও বেশি বেড়ে হয়েছে ২৯৩ দশমিক ৪০ রুপি।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় তাদের রাতারাতি দাম বাড়াতে হয়েছে। তবে কেরোসিন এবং হালকা ডিজেলের মূল্য অপরিবর্তিত রয়েছে।

এদিকে সদ্য বিদায়ী শেহবাজ শরিফ সরকার মাত্র ১৫ দিন আগে জ্বালানির মূল্য বৃদ্ধি করেছিল। এর মানে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে প্রতি লিটার জ্বালানির মূল্য ৪০ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

গত মার্চেও হাইস্পিড ডিজেলের দাম প্রতি লিটার ২৯৩ রুপি হয়েছিল।

এই জ্বালানির মূল্যবৃদ্ধি সবক্ষেত্রে প্রভাব ফেলবে। কারণ এগুলো ভারী পরিবহন যান, ট্রেন, কৃষি যন্ত্রাংশ যেমন— ট্রাক, বাস, ট্রাক্টর টিউব ওয়েল এবং থ্রেসারে ব্যবহার করা হয়। এটির দাম বাড়ার কারণে এখন সবজি এবং অন্যান্য ভোজ্য পণ্যের দামও বাড়বে। সূত্র: দ্য ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here