জাতীয় শোক দিবসে বরগুনা প্রেসক্লাবে আলোচনা সভা

0

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছরের মত চলতি বছরও আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রেসক্লাব মিলনায়তনে জান্নাতুল বাকি মাদ্রাসার হাফেজরা কোরআন তেলাওয়াত করেন। 

কোরআন তেলাওয়াত শেষে প্রেসক্লাব সভাপতি এড. সঞ্জীব দাসের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু। 

বক্তারা বলেন, বঙ্গবন্ধু কোনও দলের নন, তিনি সকল বাঙালি জাতির অবিসংবাদীত নেতা। যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করবে তাদের স্বাধীন বাংলাদেশে থাকার নৈতিক অধিকার নেই। ৭৫’এর খুনীদের উত্তরসূরিরাই ২১ আগষ্টের গ্রেনেড হামলা করে বর্তমান প্রধানমন্ত্রীসহ আওয়ামী লিগ নেতৃবৃন্দকে হত্যার উদ্দ্যেশে। 

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here