টেকনাফে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার টেকনাফে বিজিবি’র উদ্যোগে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে। 

টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য করেন। 

তিনি আরও জানান, খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষ্যে ওই স্থানে টেকনাফ ব্যাটালিয়নের নিজস্ব ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন মিনা আসিফ কবীরের নেতৃত্বে গরীব দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।  মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে মোট ৩৫৩ জন প্রান্তিক জনগনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

ত্রান বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস এবং উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী। ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে টেকনাফ উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here