কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৮ বছর পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইলকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. জামিলুল হক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার ভোর রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন সাবরাং নয়াপাড়া এলাকা থেকে দীর্ঘ ৮ বছর পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইলকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ থানায় মাদকদ্রব্য মামলা রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।