বৈরী আবহাওয়া উপেক্ষা করে খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস পালন

0

খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী।

এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনব্যাপী গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ে জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের নির্মিত এক মিনিটের ভিডিও চিত্র প্রদর্শনীসহ বাদজোহর বা সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, মিলাদ ও দোয়া মাহফিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here