অবসর ভেঙে ফিরতে পারেন বেন স্টোকস। ওয়ানডে বিশ্বকাপে এই অলরাউন্ডারকে পেতে মরিয়া ইংল্যান্ড ক্রিকেট দল। যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বিশ্ব আসর সামনে রেখে অবসর ভেঙে ফিরতে তাকে অনুরোধ করতে যাচ্ছেন অধিনায়ক জস বাটলার।
কোচ ম্যাথু মট জানিয়েছিলেন, তারা স্টোকসকে দলে পেতে আগ্রহী। এই নিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) ইসিবির সঙ্গে আলোচনাতেও বসবেন তিনি। বৈঠকে থাকবেন দলের অধিনায়ক জস বাটলারও। স্টোকসে ফেরানোর দায়িত্ব ছেড়ে দিয়েছেন বাটলারের ওপর।
তবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট তাকে মিডল অর্ডারে ‘বিশেষজ্ঞ ব্যাটসম্যান’ হিসেবেই চাইছে। তারা চাইছেন অ্যাশেজে ব্যাট হাতে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, ওয়ানডে ফরম্যাটেও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি।
২০২২ সালের ১৮ জুলাই আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। ওয়ানডেতে নিজের শতভাগ দিতে না পারা এবং টেস্টে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেন ইংলিশ এই অলরাউন্ডার।