দলের ব্যাটিং লাইনে গভীরতা নেই: দ্রাবিড়

0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজে দাপট দেখালেও টি-টোয়েন্টি ফরম্যাটে যেন অসহায় হয়েই ছিল ভারতের। রাহুল দ্রাবিড়ের শিষ্যরা ৩-২ ব্যবধানে সিরিজ শেষ করলেও শর্টার ভার্সনে তাদের দূর্বলতা ছিল চোখে পড়ার মত। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ নিয়েও জিততে না পারার কষ্ট তাই প্রকাশ পেয়েছে দ্রাবিড়ের কণ্ঠেও। দলের ব্যাটিং লাইনআপে গভীরতা নেই এমন মন্তব্যও বেরিয়ে এলো তার কাছ থেকে। 

দ্রাবিড়ের আক্ষেপ, উইন্ডিজে থাকা দলটি নিয়ে খুব বেশি পরিবর্তনের উপায় ছিল না, ‘আমার মনে হয়, যে স্কোয়াড নিয়ে এখানে এসেছি, সেটায় কম্বিনেশন পরিবর্তন করার মত সুযোগ ছিল না। কিন্তু সামনের দিকে যাবার আগে, আমার ভবনা, আমাদের এমনসব জায়গায় নজর দেয়া উচিত, যেখানে আমাদের উন্নতির সুযোগ আছে।’ 

ব্যাটিং ডেপথ এর ইস্যুতে প্রতিপক্ষের প্রতি সম্মানও জানিয়েছেন ভারতের কোচ, ‘এসব খেলা যেমন আগায়, তাতে রানের সংখ্যা ধীরে ধীরে বড় হতেই থাকে। যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান, ১১ নাম্বারে নামা আলঝারি জোসেফও বাজে বলে হিট করতে সক্ষম। তাই আপনি বুঝতেই পারছেন, কাদের ব্যাটিং লাইনআপ বড়।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here