ড্রেসিংরুমে কী বলেছিলেন সাকিব?

0

চট্টগ্রামে ৬ উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। রবিবার ছিল সিরিজ নিশ্চিতের পালা। সেটি বেশ ভালোভাবেই করেছে সাকিব আল হাসানের দল। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান সাকিব। ব্যাটিং করতে নেমে মিরাজের ঘূর্ণিতে ১১৭ রানে অলআউট হয় জস বাটলারের দল। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নেয় লাল সবুজের দল। 

ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার মিশনে মাঠে নেমে ১১৮ রানের লক্ষ্য পাওয়ার পর টাইগার অধিনায়ক সাকিব ড্রেসিংরুমে জানিয়েছিলেন খুশি হওয়ার কিছু নেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজ সেই কথা’ই শোনালেন।

সাকিব আল হাসানের পাশাপাশি দলের অন্যান্য বোলারদেরও কৃতিত্ব দিয়ে মিরাজ বলেন, ‘আমাদের বোলারদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। সাকিব ভাই দুর্দান্ত বোলিং করেছে। বাটলারের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছে হাসান মাহমুদ। মাঝখানে আমি ও মুস্তাফিজ সাপোর্ট দিয়েছি। ওভারঅল আমাদের বোলার যারা ছিল, তাসকিন শুরুতে খুব ভালো করেছে। সবমিলিয়ে আমাদের বোলাররা খুব ভালো করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here