কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যালামনাই নাইট অনুষ্ঠিত

0

প্রবাসী প্রকৌশলীদের উন্নয়ন এবং নতুন আসা অভিবাসীদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা ও ভবিষ্যতে নিজেদের উন্নয়নের পাশাপাশি কিভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি উন্নয়নে ভূমিকা রাখা যায় তার দৃঢ় প্রত্যয় নিয়ে কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ক্যালগেরি ‘র উদ্যোগে সাউথ ভিউ কমিউনিটি সেন্টারে বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় ক্যালগেরিতে বসবাসরত বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত ছিল সাউথ ভিউ কমিউনিটি সেন্টার। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন কমিটির প্রেসিডেন্ট শুকুরুজ্জামান তুহিন। এ সময়ে কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বরফাচ্ছন্ন কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা আনন্দ উৎসবে মেতে উঠেছিল এক অন্যরকম মিলনমেলায়।

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ আর তাদের পরিবারের সদস্যদের কবিতা, গান আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়ে উঠে আগত অতিথিরা। প্রচুর সংখ্যক বুয়েট অ্যালামনাই সদস্যদের উপস্থিতি পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

নৈশভোজের পরে শুরু হয় ক্যালগেরির স্থানীয় ব্যান্ড দল “কায়া” এর সংগীত পরিবেশনা। অনবদ্য সঙ্গীত আর সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে কমিউনিটি সেন্টার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা সুলতানা সোমা।

ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি শুকুরুজ্জামান তুহিন বলেন, অনেক দিন পর পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম। এ ধরনের অনুষ্ঠান আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়। আগামী দিনগুলো সবার ভালো কাটুক প্রত্যাশা রইল।

পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের দৈনিক পত্রিকা “সমকাল” এবং আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল “প্রবাস বাংলা ভয়েস”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here