বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৩-২৫) অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসনিক ভবনে রবিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে ১৯টি নির্বাহী সদস্য পদের জন্য ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১৯ জনের পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করে।
সকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন বাজুসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক চন্দন ঘোষ ও বাজুস কেন্দ্রীয় কার্যালয়ের সচিব খুর্শিদ আলম মাসুদ।
নির্বাচনে ৬০ জন ভোটারের সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত নির্বাহী সদস্যদের মধ্য থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আগামী বুধবার (১৬ আগস্ট) আবারো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।