নতুন কোচ পেল একুয়েডর

0

নতুন কোচ পেল একুয়েডর। কাতারের সাবেক কোচ ফেলিক্স সানচেসের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল একুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন (এফইএফ)। 

চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানচেস। তার মেয়াদ শেষ হবে ২০২৬ বিশ্বকাপে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে একুয়েডরের বিদায়ের পর সরিয়ে দেওয়া হয় কোচ গুস্তাভো আলফারোকে। তার স্থলাভিষিক্ত হলেন সানচেস।

সানচেস কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনা একাডেমিতে। ২০১৯ সালে তার হাত ধরে এশিয়ান কাপের শিরোপা জেতে কাতার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here