যশোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

0

যশোরের অভয়নগরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত ও ও পাঁচজন আহত হয়েছেন। রবিবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের সৈয়দ মোল্যা (৬১) ও অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ। দুর্ঘটনার পর ট্রাকের হেলপার নয়ন আলীকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। বসুন্দিয়া ইউনিয়নের শ্রমিক নেতা আসাদুল হক বিপ্লব জানান, সাতজন যাত্রী নিয়ে ইজিবাইকটি অভয়নগরের উদ্দেশ্যে যাচ্ছিল। ফিলিং স্টেশনের সামনে যশোরমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here