এবার সাপ্তাহিক ছুটি তিনদিন করার পরিকল্পনা করছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সাধারণত সৌদি আরবের বেশিরভাগ বড় খাতের প্রতিষ্ঠান ও সংস্থাগুলোতে সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার চলে আসছে। কিন্তু এবার তাদের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিনের কর্ম সপ্তাহ এবং তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে পর্যালোচনা শুরু করেছে। খবর গালফ নিউজের।
রবিবার এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, তারা অত্যন্ত সক্রিয়ভাবে শ্রম ব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের শ্রম ব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যে কোনও ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।