আসামে বিজেপি নেতার সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল, নেত্রীর আত্মহত্যা

0

ভারতের আসামে বিজেপি নেত্রীর মৃত্যুর ঘটনায় দলের এক নেতাকে বহিষ্কার করল রাজ্যের ক্ষমতাসীন দল। রাজ্য বিজেপির সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, যে সদস্যকে বহিষ্কৃত করা হয়েছে, সেই সদস্যের সঙ্গে ওই নেত্রীর (৪৪) অন্তরঙ্গ মুহূর্তের ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার জেরেই ওই নারী নেত্রী আত্মহত্যা করেছেন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত শুক্রবার বিজেপির সহযোগী সংগঠন বিজেপি কিষান মোর্চার ওই নেত্রী গুয়াহাটিতে তার বাসভবনে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ঘুমের ওষুধের ওভারডোজ হয়ে ওই নেত্রীর মৃত্যু হয়েছে। যিনি বিজেপির কিষান মোর্চার সক্রিয় কর্মী ছিলেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here