কাল থেকে চিনি ছাড়া তিন পণ্য বিক্রি করবে টিসিবি

0

মাসিক কর্মসূচির অংশ হিসাবে আগামীকাল রবিবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এবার চিনি বিক্রি করবে না সংস্থাটি। শনিবার টিসিবির পক্ষ থেকে ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন-আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। জুলাই থেকে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তরের ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here