লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ঘরের মাঠে লরিয়ঁর সঙ্গে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল। দলবদল নিয়ে গুঞ্জনের মধ্যে থাকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে এই ম্যাচের দলের বাইরে রাখেন পিএসজি কোচ।
ম্যাচের অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় পিএসজি। বক্সের বাইরে থেকে অভিষিক্ত পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোসের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে এক হাতে ফেরান সফরকারী গোলরক্ষক। ৩৬তম মিনিটে স্বাগতিকদের সামনে সুযোগ আসে আরেকটি। এবার ডিফেন্ডার লুকা এরনঁদেজের ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
ম্যাচে ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য পিএসজি শট নেয় মোট ১৯টি, যার ৪টি ছিল লক্ষ্যে। আর লরিয়ঁর ৪ শটের একটিও লক্ষ্যে ছিল না।