এবার নতুন প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশের ক্রিকেট। এবার আনা হয়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি।
আজ শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা এই জিপিএস কিট পরে অনুশীলন করেছেন।
এই জিপিএস কিট অনুশীলনের সময় একজন ক্রিকেটার কতোটা দৌড়েছেন, ঘণ্টায় গড় দৌড় বা তার হৃৎস্পন্দনের গতি কেমন, কতো কদম হেঁটেছেন সবই তথ্য জানা যায়।
জিপিএস কিটের মাধ্যমে খেলোয়াড়দের সব তথ্য ফিজিও, ট্রেনারদের ল্যাপটপে চলে যায়। আর এই সিস্টেমে খেলোয়াড়ের আলাদা অ্যাকাউন্ট রাখা হয়। যার মাধ্যমে সহজেই কোচ-খেলোয়াড়রা সব তথ্য পেয়ে যান।