আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে ১১ আগস্ট থেকে অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর ৬ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শনিবার গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ আদেশ লঙ্ঘিত হলে অস্ত্র আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।