ক্রিকেটার শুভমানের মনের কথা জানতে পেরে যা বললেন রাশমিকা (ভিডিও)

0

শুভমান গিল, ভারতের জাতীয় ক্রিকেট দলের উঠতি তারকা। রঙিন প্রেম জীবনের কারণে হামেশাই প্রচারের আলোয় চলে আসেন তিনি। কখনও কোনও নির্দিষ্ট নায়িকার সঙ্গে তার নাম জড়ায়। কখনও আবার তার সঙ্গে দেখা যায় অন্য কাউকে। তবে শুভমানের সঙ্গে যেই দু’জনের নাম সব থেকে বেশি শোনা গেছে, তারা হলেন দুই সারা। একজন সারা আলি খান, অন্যজন শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে শুভমনাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন নায়িকাকে পছন্দ তার।

সাংবাদিকের প্রশ্নে লাজুক মুখে শুভমান উত্তর দেন, “রাশমিকা মান্দানা।” নিজের মুখে স্বীকার করেন রাশিমকা তার ‘ক্রাশ’। 

সম্প্রতি এক ফ্যাশন শোয়ে জে জে ভালায়ার পোশাকে ব়্যাম্পে হাঁটেন অভিনেত্রী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, “রশমিকা, আপনি তো সবার ক্রাশ হয়ে গেছেন। ক্রিকেটারদেরও তো পছন্দের পাত্রী হয়ে উঠেছেন।”

শুনে মৃদু হেসে রশমিকা বলেন, “হ্যাঁ”। অভিনেত্রীর এই মৃদু প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here