রেহানের অন্যরকম রেকর্ড

0

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদের। এতে করে দেশটির সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি ক্রিকেটার বনে গেছেন তিনি। রবিবার মাত্র ১৮ বছর ২১১ দিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো তারা 

তবে আগের রেকর্ড ছিল স্টুয়ার্ট ব্রডের। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের দিন ব্রডের বয়স ছিল ২০ বছর ৬৫ দিন। তবে এখন তিন সংস্করণেই ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় রেহান।

এছাড়া গত ডিসেম্বরে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ডও গড়েছিলেন রেহান। টেস্ট অভিষেকের সময় তার বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন।

প্রসঙ্গত, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here