রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বাকি দু’টি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ আগস্ট) আবহাওয়া অফিস পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।