ঐতিহাসিক জয়ে শান্ত-মিরাজদের নিয়ে মাশরাফির উচ্ছ্বাস

0

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে টি-টোয়েন্টির সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। যেকোনো ফরম্যাট মিলিয়েই টাইগাররা প্রথমবারের মতো সিরিজ জিতল ইংল্যান্ডের বিপক্ষে। টাইগারদের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানের দলকে অভিনন্দন জানিয়ে মাশরাফি লিখেছেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, তরুণদের এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশা আল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিল। যদিও এটা একান্তই আমার মতামত। শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here