কোহলির দাপটে চতুর্থ দিন শেষে এগিয়ে ভারত

0

বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচে রবিবার টেস্ট ক্যারিয়ারের ২৮তম আর আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। তিন অঙ্ক স্পর্শ করা ইনিংসটিতে ডাবলের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত থেমেছেন ১৮৬ রানে। কোহলির মাইলফলক স্পর্শের দিনটিতে প্রথম ইনিংসে ৫৭১ রান তুলেছে ভারত।

প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরির দাপটে ৪৮০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে পাল্টা শতরান করেছিলেন শুভমন গিল। চতুর্থ দিন রাজকীয় ইনিংস খেললেন বিরাট কোহলি। ২০১৯ সালের পর এই প্রথমবার টেস্ট সেঞ্চুরি এল তার ব্যাট থেকে। ৩৬৪ বলে তার ১৮৬ রানের ইনিংস সাজানো ছিল ১৫টি বাউন্ডারিতে।

এদিকে দ্বিতীয় ইনিংসে চোটের কারণে ওপেন করতে নামেননি ফর্মে থাকা উসমান খাজা। তবে পঞ্চম দিন তিনি ব্যাট করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩ রান। এতে ভারত ৮৮ রানে এগিয়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here