ইনস্টাগ্রাম থেকে আয়ের ভুল হিসাব দেওয়া হয়েছে, দাবি কোহলির

0

সম্প্রতি ইনস্টাগ্রামে আয় করা ব্যক্তিত্বদের নিয়ে একটি তালিকা করেছিল ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচকিউ। সংস্থাটির তথ্য অনুযায়ী ২০২৩ সালে ক্রিকেট তো বটেই, ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামের প্রতি পোস্ট থেকে সবচেয়ে বেশি আয় করেন বিরাট কোহলি। প্রতিটি স্পনসরড পোস্ট থেকে তার মোট আয়ের পরিমাণ ১৪ কোটি রুপি।

তবে সেই তথ্য ঠিক নয় বলে দাবি করেছেন বিরাট কোহলি। শনিবার ভারতের সাবেক এই অধিনায়ক নিজেই টুইট করে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে তার আয়ের হিসাব একেবারেই ঠিক নয়।

ওই সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বের নিরিখে আয় করে সবার ওপরে আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, দ্বিতীয় স্থানে লিওনেল মেসি। ভারতীয়দের মধ্যে বিরাটের পরে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সর্বোচ্চ আয়ের তালিকায় বিরাট ১৪ নম্বরে ছিলেন। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক এই তথ্য উড়িয়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here