বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সূর্য যদি সত্য হয়, এই পৃথিবী যদি সত্য হয়, আমাদের (বিএনপি নেতাদের) দেশপ্রেম যদি সত্য হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়াও হবে না।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আছে তারা দেশপ্রেমী, স্বাধীনতা প্রেমী ও গণতন্ত্র প্রেমী।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফরহাদুজ্জামান ফরহাদ, সাংবাদিক কাদের গণি চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন