দুইশ’ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। এই মুহূর্তে দিল্লির মান্ডোলি জেলে বন্দি তিনি। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সে কারণে কম ঝঞ্ঝাট পোহাতে হয়নি তাকে।
প্রতারণাকাণ্ডের তদন্তের জেরে গত এক বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিনকে। ১১ আগস্ট অভিনেত্রীর জন্মদিন। জেলে থেকেই মনে পড়ছে প্রেয়সীকে। তাই আস্ত একটা প্রেমপত্র লিখলেন সুকেশ। আইনজীবী অনন্ত মালিকের হাত দিয়ে জ্যাকুলিনকে ওই চিঠি পাঠান সুকেশ। চিঠির প্রতিটি ছত্রে জ্যাকুলিনের প্রতি ভালবাসা ব্যক্ত করেছেন। শুধু তা-ই নয়, প্রিয়তমাকে কতটা মিস করছেন তা-ও জানালেন ‘কনম্যান’।
চিঠির শেষে জ্যাকুলিনকে প্রতিশ্রুতি দিয়ে সুকেশ লেখেন, “এ বছরটাও থাকতে পারলাম না তোমার সঙ্গে। তবে কথা দিচ্ছি, পরের বছর জন্মদিনে আমরা একসঙ্গে থাকব।”
সুকেশ এই চিঠিতে অভিনেত্রীর প্রতি তার প্রেমের অভিব্যক্তির পাশাপাশি বেশ কিছু রহস্যও রাখলেন। এই মুহূর্তে অবশ্য আমেরিকায় রয়েছেন জ্যাকুলিন। সেখানেই নিজের জন্মদিন পালন করছেন অভিনেত্রী। সুকেশ যতই জ্যাকুলিনের প্রতি ভালবাসা জাহির করুন, অভিনেত্রী তাদের সম্পর্কের কথা অস্বীকার করেই এসেছেন।