ইউক্রেনের সেনাবাহিনীতে ব্যাপক যৌন নির্যাতন, দাবি রিপোর্টে

0

ইউক্রেনের সেনা কমান্ডারদের পক্ষ থেকে নারী সৈনিকদের কাছ থেকে যৌন সুবিধা গ্রহণের বাধ্যতামূলক রেওয়াজ চালু হয়েছে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান খবর দিয়েছে। দৈনিকটি বলেছে, ইউক্রেনের নারীদেরকে দু’টি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। 

গার্ডিয়ানে সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে ইউক্রেনের সেনাবাহিনীতে ব্যাপক মাত্রায় দুর্নীতি ও যৌন নির্যাতনের এই তথ্য উঠে এসেছে। বিষয়টিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। 

গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেনা কমান্ডাররা তাদের অধীনস্ত নারী সৈনিকদেরকে তাদের সঙ্গে একান্তে সময় কাটানোর নির্দেশ দেন। নির্দেশ পালনে অপারগ নারী সৈনিকদের মানসিক চিকিৎসা নিতে পাঠানো হয় অথবা তাদের স্বামীদেরকে যুদ্ধে নিহত হওয়ার জন্য ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেয়া হয়।

২৭ বছর বয়সি ইউক্রেনের নারী প্লাটুন সার্জেন্ট নাদিয়া হারান সাহসি ভূমিকা নিয়ে সেনা কমান্ডারদের যৌন নির্যাতনের এই তথ্য গার্ডিয়ানকে সরবরাহ করেছেন। উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, তিনি বিষয়টি নিয়ে নাদিয়ার সঙ্গে কথা বলবেন। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here