আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। তবে এই টুর্নামেন্টের জন্য বিবেচিত হননি অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ।
গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে মাঠে নেমেছিলেন মাহমুদুল্লাহ। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি তার। তবুও বেশ ভালোভাবেই এশিয়া কাপের দলের আলোচনায় ছিলেন তিনি। শেষ অবধি অবশ্য তাকে রাখা হয়নি এই টুর্নামেন্টের স্কোয়াডে। মাহমুদুল্লাহ রিয়াদকে না রাখা নিয়ে লম্বা আলোচনা হয়েছে বলে জানান নান্নু। সিদ্ধান্ত এসেছে কোচ-অধিনায়কের সঙ্গে আলোচনা করে, এমনটিও জানান তিনি।
বিশ্বকাপ দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহর বিশ্বকাপে সুযোগ আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন বিশ্বকাপের দল না। এশিয়া কাপের দল। বিশ্বকাপের দল দেই তারপর আপনাদেরকে জানানো হবে।’