মিয়ানমারে প্রবল বর্ষণ-বন্যা-ভূমিধসে পাঁচজনের মৃত্যু

0

মিয়ানমারে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত জুলাইয়ের শেষ দিক থেকে এ পর্যন্ত টানা বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে এই মৃত্যুর ঘটনা ঘটে।

এছাড়া গত দু’সপ্তাহে মিয়ানমারের বিভিন্ন প্রদেশের উপদ্রুত এলাকাগুলো থেকে ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, “সরিয়ে নিয়ে আসা লোকজনকে বিভিন্ন অস্থায়ী শিবিরে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও গৃহস্থালী উপকরণও তাদের সরবরাহ করা হচ্ছে।”

উল্লেখ্য, গত জুলাইয়ের শেষ থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে নদ-নদী ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা শুরু হয়েছে মিয়ানমারের রাখাইন, কাচিন, কারেন, মন ও চিন প্রদেশে। জাতিসংঘের মানবিক সহয়তা ও ত্রাণ দফতরের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে বন্যার কারণে সরাসরি ক্ষয়ক্ষতির শিকার হওয়া মানুষের সংখ্যা প্রায় ৫০ হাজার। সূত্র: সিএনএ, এনডিটিভি, ব্যাংকক পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here