ডাম্বুলার কাছে বড় ব্যবধানে হারল সাকিবের গল টাইটান্স

0

ব্যাটিংয়ে যথারীতি আরও একবার হতাশ করলেন সাকিব আল হাসান। খরুচে বোলিংয়ে টানা দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর বল হাতে অবশ্য এবার তুলনামূলক ভালো করলেন তিনি। কিন্তু তার দল ফের হেরে গেল বড় ব্যবধানে।

লঙ্কা প্রিমিয়ার লিগে শুক্রবার (১১ আগস্ট) সাকিবদের গল টাইটান্সকে ৭ উইকেটে হারায় ডাম্বুলা অরা। কলম্বোর আর প্রেমাদাসায় ১৩৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ১৪ বল বাকি থাকতে।  

ডাম্বুলার বিপক্ষে শেভন ড্যানিয়েলের বিদায়ের পর পঞ্চম ওভারে উইকেটে যান সাকিব। প্রথম বলে সিঙ্গেল নিয়ে পান রানের দেখা। তাকে এক পাশে রেখে বিদায় নেন চ্যাড বাওয়েস। প্রথম ৯ বলে ৭ রান করা সাকিব এরপর একটি চার মারেন লেগ স্পিনার দুশান হেমান্থাকে। পরের ওভারেই তিনি বোল্ড হয়ে যান আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদের বলের লাইন মিস করে। অধিনায়ক দাসুন শানাকার ২৬ বলে ৩৬ রানের সুবাদে কোনোমতে ৯ উইকেটে ১৩৩ রান করতে পারে গল।

ছোট রান তাড়ায় দেখেশুনে খেলে ডাম্বুলাকে এগিয়ে নেন কুসাল মেন্ডিস ও আভিশকা ফার্নান্দো। পাওয়ার প্লেতে তারা যোগ করেন ৪০ রান। সপ্তম ওভারে বল হাতে পেয়ে সাকিব দেন ৫ রান। পরের ওভারে মেন্ডিসকে ফিরিয়ে ৪৭ রানের শুরুর জুটি ভাঙেন লাহিরু কুমারা। সাকিবের দ্বিতীয় ওভারে একটি চার মারেন সাদিরা সামাবিক্রমা, এই ওভারে আসে ১০ রান। কুমারা পরে বোল্ড করে দেন সামারাবিক্রমাকে। চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরে নিয়ন্ত্রিত বোলিং করেন সাকিব, এবার দেন কেবল ৪ রান। শেষ ৩০ বলে ডাম্বুলার দরকার ছিল ৩০ রান।

কোটার শেষ ও ইনিংসের ষোড়শ ওভারে সাকিব পান উইকেটের দেখা, তৃতীয় বল সুইপ করার চেষ্টায় এলবিডব্লিউ হন কুসাল পেরেরা। এই ওভারে ১ রান নিয়ে উইকেটটি নেন সাকিব। তবে আভিশকার ৪৯ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসে দুই ওভারের বেশি বাকি থাকতে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় ডাম্বুলা। ৬ ম্যাচের ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডাম্বুলা। আর ৬ ম্যাচের ৪টিই হেরে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে সবার নিচে আছে গল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here