মেট্রোরেলের ৬ নম্বর লাইনের শেষ ইঞ্জিন-বগি এলো মোংলায়

0

দেশে চালু হওয়া মেট্রোরেলের ছয় নম্বর লাইনের চালানের শেষ দুটি ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ভেনাস ট্রাম্প’। রবিবার বিকেল সাড়ে ৪ টায় জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

বিদেশী জাহাজ এমভি ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, মেট্রোরেলের সর্বশেষ অর্থাৎ ১৩তম এই চালান নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। ইঞ্জিন-বগি ছাড়াও এই জাহাজে মেট্রোরেলের ৭৮ প্যাকেজের ৩৫৬ দশমিক ৮৬১ মেট্টিক টন ওজনের মেশিনারি পণ্যও রয়েছে। এসব পণ্য খালাস শেষে জাহাজটি সোমবার (১৩ মার্চ) সকালে বন্দর ত্যাগ করার কথা রয়েছে। জাহাজ থেকে খালাসকৃত এসব পণ্য নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোতে পাঠানো হবে। এ পর্যন্ত জাপান থেকে ১৫টি জাহাজে করে মেট্টোরেলের ২৪টি সেটে ১৪৪টি কোচ ও ৪৮টি  ইঞ্জিন এসেছে মোংলা বন্দরে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here