কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে গিয়ে অন্তর চক্রবর্তী (৩২) নামে ঝালকাঠি জেলার এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে নবনির্মিত সেনানিবাসের দক্ষিণপ্রান্তে ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি। নৌকার গলুইয়ে বসে গোসল করার সময় তিনি পড়ে যান বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও সন্ধান পায়নি।
অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাঠপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি রাজধানীর মহাখালীতে একটি প্রাইভেট কোম্পানির হিসাব রক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধু-বান্ধবদের সঙ্গে শুক্রবারের ছুটির দিনে কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসেন অন্তর চক্রবর্তী। মিঠামইন হাওর ঘুরে নিকলী ফেরার পথে শুক্রবার দুপুর আড়াইটার দিকে নবনির্মিত সেনানিবাসের দক্ষিণপ্রান্তে ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে যান তিনি। নৌকার গলুইয়ে বসে গোসল করার সময় পড়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তার সন্ধ্যান পায়নি ডুবুরিদল। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরিদল গিয়ে পর্যটক অন্তর চক্রবর্তীকে উদ্ধারে অভিযান চালায়। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। ডুবুরিদল ঘটনাস্থলের পাশে অবস্থান করছে। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবে বলেও তিনি জানান।