শাকিবের ‌‘প্রিয়তমা’র গুণগান গাইলেন অপু বিশ্বাস

0

শাকিব খানের ‌‘প্রিয়তমা’র সিনেমার গুণগান গাইলেন অপু বিশ্বাস। টাঙ্গাইলে একটি বিউটি পার্লার উদ্বোধনকালে তিনি ‘প্রিয়তমা’ এবং শাকিব খানের নানা প্রসংশা করেন।

তিনি বলেন, ‘প্রিয়তমা’ সবার প্রিয় মুভিতে পরিণত হয়েছে, প্রিয়তমা’য় সত্যি অসাধারণ অভিনয় করেছে শাকিব, প্রিয়তমা আমি দেখেছি, খুব ভালো লেগেছে। প্রিয়তমা ভালো লাগার সিনেমা হয়ে দাঁড়িয়েছে।
 
তিনি আরো বলেন, টাঙ্গাইল শহরটা প্রাণের শহর, এই টাঙ্গাইলের উপর দিয়ে আমার জন্মস্থান বগুড়াতে যেতে হয়। তাই টাঙ্গাইল এসে অনেক ভালো লাগছে। বাংলা সিনেমার এখন অনেক উন্নতি হয়েছে, আগের মতো এখন আর কেউ মুখ ফিরিয়ে নেয় না। প্রতিটা সিনেমা এখন ব্লকবাস্টার হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here