সিআইএ’র বিরুদ্ধে চীনের চাঞ্চল্যকর অভিযোগ, নিশ্চুপ যুক্তরাষ্ট্র

0

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে চীন। বেইজিংয়ের অভিযোগ, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এক চীনা নাগরিককে তাদের হয়ে গোয়েন্দাগিরি করতে প্রলুব্ধ করেছে। ওই চীনা নাগরিকের কাছ থেকে তারা চীনের সামরিক বাহিনী ও সমরাস্ত্র কারখানা সংশ্লিষ্ট তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল।

চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালিতে পড়তে যাওয়া ওই চীনা নাগরিকের নাম জেং (৫২)। তিনি চীনের একটি মিলিটারি-ইন্ড্রাস্ট্রিয়াল গ্রুপের হয়ে কাজ করতেন। তাকে ইতালিতে পড়াশোনার জন্য পাঠানো হয়েছিল। সেখানেই তার সাথে যোগাযোগ করে সিআইএ কর্মকর্তারা।

বেইজিংয়ের মন্ত্রণালয়টি আরো জানায়, মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জেং’কে চীনা সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য সরবরাহ করতে রাজি করাতে সক্ষম হয় এবং তার সাথে একটি চুক্তিও সই করে। আর সেই চুক্তি অনুযায়ী তাকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, জেং-এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তাকে কী ধরনের শাস্তির মুখোমুখি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। 

আর চীনের আরেক রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস অভিযুক্ত মার্কিন দূতাবাস কর্মকর্তাকে শেথ নামে চিহ্নিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যাহ্নভোজ, বাইরে ঘোরাঘুরি ও অপেরার মতো জায়গায় মেশার সুযোগেই জেং-এর সাথে সম্পর্ক তৈরি করেন ওই মার্কিন কর্মকর্তা। 

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীনের মার্কিন দূতাবাস। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here