টি-টোয়েন্টির পর ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ড সিরিজের দলে নেই তিনি। এই সিরিজের স্কোয়াডে একমাত্র নতুন মুখ হিসেবে আছেন জাকির হাসান। রবিবার রাতে তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ মার্চ থেকে সিলেটে শুরু হবে এই সিরিজ।
এই সিরিজে দলে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। মাহমুদউল্লাহর সঙ্গে ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম।