কুষ্টিয়ায় গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের চারটি গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। অগ্নিদগ্ধ হয়েছে আরো পাঁচ পশু। অগ্নিকাণ্ডে পশুর মৃত্যুর ঘটনায় অনেকটায় নি:স্ব হয়ে গেছেন কৃষক শেখ রেজাউল করিম (৬০)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল স্কুল মোড় এলাকার কৃষক শেখ রেজাউল করিমের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুস সালাম জানান, খবর পেয়ে রাত ১২ টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছান। কিন্তু সেখানে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। রাত ১২ টা ৫০ মিনিট পর্যন্ত তারা ঘটনাস্থলে ছিলেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কেউ জানাতে পারেনি বলে তিনি দাবি করেন।