সাকিবকে দলের ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে যা বললেন বিসিবি সভাপতি

0

অবশেষে বাংলাদেশ জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। আপাতত বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন। আজ শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেন।

এসময় সাকিবের ক্রিকেটের প্রতি সিরিয়াসনেস নিয়েও কথা বলেন তিনি। পাপন জানান, আগে সন্দেহ থাকলেও এখন সাকিবকেই সবচেয়ে বেশি সিরিয়াস মনে হচ্ছে তার। তিনি বলেন, ‘ওর প্রতিভা নিয়ে তো কোনো সন্দেহ নাই। একটা জিনিস আমার খুব ভালো লাগছে এখন, গত এক বছর ধরে প্রায় আমি দেখছি। সাকিবের ব্যাপারে যে সন্দেহটা সবসময় আমার মধ্যে ছিল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মনে হতো- আসলে ও কতটুকু সিরিয়াস, কোন খেলাটা খেলবে, খেলবে না। এখন দেখছি ক্রিকেট নিয়ে ওর চেয়ে সিরিয়াস কেউ নেই।’

সাকিব আল হাসান এখন তিন ফরম্যাটেই দলের অধিনায়ক। আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির দায়িত্বে ছিলেন, এখন পেলেন ওয়ানডেও। যদিও সব ফরম্যাটে নেতৃত্ব দেবেন কি না, এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি মনে করি, তার (সাকিব) জন্য তিন সংস্করণে একসঙ্গে অধিনায়কত্ব করা কঠিন। এটা তার সঙ্গে কথা বলে ঠিক করতে হবে। সে কোন সংস্করণে করতে চায়, কোনটা রাখতে চায়, যদি এক-দুই সংস্করণ চায়, তাহলে একরকম, আবার ও যদি বলে তিন সংস্করণেই করতে চাই, তাহলে তো সমস্যাই নেই। তো এই ব্যাপারটা জেনে তারপরে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here