নৌকা ডুবে ২৩ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ ৩০

0

মিয়ানমারের রাখাইন উপকূলে নৌকা ডুবির ঘটনায় ২৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩০ জনের বেশি মানুষ।

ওই নৌকা ডুবির ঘটনায় আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা সমুদ্রে পথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করে। তাদের অনেকেই এমন নৌ দুর্ঘটনায় প্রাণ হারায়। 

মিয়ানমারের জান্তা সরকারের অধীনে রাখাইনে থাকা রোহিঙ্গারা অবরুদ্ধ জীবনযাপন করছে। এই অবরুদ্ধ দশা থেকে বাঁচতেই তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে নানা দেশে পাড়ি জমানোর চেষ্টা করে। 

উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই নৌকা ডুবিতে মৃতদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ। বেঁচে ফেরা রোহিঙ্গারা বলেছেন, মালয়েশিয়া যাত্রার জন্য তারা প্রত্যেকে দালালকে চার লাখ টাকার মতো দিয়েছিলেন। 

২০১৭ সালের গণহত্যার পর জীবন বাঁচাতে দশ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ফের ২০২১ সালে জান্তা সরকার ক্ষমতা কব্জাগত করলে আবারো রোহিঙ্গা পুরোদমে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here