প্রথম সিরিজেই কড়া ক্যাপ্টেন আরিয়ান খান!

0

বলিউড বাদশাহ শাহরুখ খানের সন্তান তিনি। ‘বলিউড রয়্যালটি’ বললেও কিছু ভুল বলা হয় না। ছোটবেলা থেকেই ক্যামেরার আনাচকানাচে বেড়ে উঠলেও বাবার পথে হাঁটতে চাননি শাহরুখ-পুত্র আরিয়ান খান। বিনোদনের জগতে পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন তিনি। অভিনেতা নয়, পরিচালক হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার রাস্তায় হাঁটছেন তিনি। 

পরিচালক হিসেবে ইতোমধ্যেই আরিয়ানের হাতেখড়ি হয়েছে তার নিজের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন পরিচালনার মাধ্যমে। তারপরই নিজের প্রথম ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন তিনি। সেই কাজ এগিয়েছে বেশ কিছু দূর। সিরিজের কাজ শেষ হওয়ায় ১২০ কোটি রুপির ওটিটি প্ল্যাটফর্মে তা বিক্রি করার প্রস্তাবও পেয়েছেন আরিয়ান। তাতে যদিও রাজি হননি শাহরুখ-পুত্র। বরং সুষ্ঠুভাবে সিরিজের কাজ শেষ করাতেই মন দিয়েছেন তিনি।

অনেক দিন আগে থেকেই নিজের প্রথম চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বাদশা-পুত্র। ‘স্টারডম’-এ থাকছে মোট ছ’টি এপিসোড। আরিয়ানের প্রথম সিরিজ প্রযোজনায় গৌরী খান ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। আরিয়ানের প্রথম সিরিজের মুখ্য চরিত্রে থাকছেন অভিনেতা লক্ষ্য লালওয়ানি। আগামী নভেম্বর মাসেই সিরিজের শুটিং শেষ করে ফেলার পরিকল্পনা রয়েছে আরিয়ানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here